সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী মানববন্ধন

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে এক দুর্নীতিগ্রস্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার পদায়ন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচীর আয়োজন করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য।

মানববন্ধনে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা সরকারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তুলে সমস্যার সমাধান দাবি করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সাবেক আহ্বায়ক আবু হুরাইরা, সদস্য সচিব সাইদুর রহমান, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি এম আব্দুর রহমান, কেসি কলেজ শিবিরের সভাপতি মাহবুবুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা উল্লেখ করেন, ছাত্র-জনতার স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংককে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বদলি করা হয়েছে। তারা আরও বলেন, দুর্নীতিবাজ বা স্বৈরাচার সমর্থক কোনো কর্মকর্তাকে ঝিনাইদহে পদায়ন করা হবে না।

মানববন্ধনে সরকারি দপ্তরের অনিয়ম ও দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন