সর্বশেষ

রাজনীতি

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার, নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলের এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর আমাদের জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই দিনটির তাৎপর্য আরও বেড়ে গেছে। এখন দেশজুড়ে এক ধরনের অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে—মানুষ ভাবছে, সামনে কী হতে পারে।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছি, বিভিন্ন মহল পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের মনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে দেশে এক ধরনের নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশের শক্ররা আবারও সক্রিয় হয়ে উঠেছে এবং গণতন্ত্রকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, আমাদের সবাইকে এখন সতর্ক থাকতে হবে এবং সত্যকে সামনে আনতে হবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন