নড়াইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে নড়াইলে। 
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি জেলা শহরের কোর্ট চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, সহ-সভাপতি টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান, সাবেক সভাপতি আলী হাসানসহ বিভিন্ন উপজেলা যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
১১৪ বার পড়া হয়েছে