সর্বশেষ

সারাদেশ

বরিশালে ইলিশ আহরণে ভয়ঙ্কর হ্রাস, আগামীর সংকটের ইঙ্গিত

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভরা মৌসুমের শেষের দিকে বরিশাল বিভাগে ইলিশ আহরণ গত বছরের তুলনায় ২৩ শতাংশ কমে গেছে।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে জানা গেছে, এই বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে মোট ৭৯,৩১০ টন ইলিশ আহরিত হয়েছে, যা গত বছরের ১,০৩,৬৪৭ টনের তুলনায় ২৪,৩৩৭ টন কম।

তথ্য অনুযায়ী, গত চার বছরের মধ্যে এই মৌসুমে ইলিশ আহরণ সবচেয়ে কম। ২০০৩ সালে একই সময়ে ১,০৩,৭৯৭ টন এবং ২০২২ সালে ১,০৫,৫১৫ টন ইলিশ আহরণ হয়েছিল। সাম্প্রতিক তিন বছরে ইলিশ আহরণের হ্রাসের হার কম ছিল, তবে এ বছর তা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।

সারাদেশেও ইলিশ উৎপাদন হ্রাস পেয়েছে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই ও আগস্টে ইলিশ আহরণ ২০২৪ সালের তুলনায় যথাক্রমে ৩৩.২০% ও ৪৭.৩১% কম। এই দুই মাসে আহরণ হয়েছে ৩৫,৯৯৪ টন, যা গত বছরের তুলনায় ৩৮.৯৩% কম।

মা ইলিশের প্রজনন রক্ষা করতে প্রতিবছর আশ্বিন মাসে ২২ দিনের আহরণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ বছর ৪ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৫ অক্টোবর। এছাড়াও, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ নিষিদ্ধ করা হবে।

কিন্তু প্রশাসনের কার্যক্রম ঝুঁকিপূর্ণ ও জেলেদের হামলার কারণে নিষেধাজ্ঞা কার্যকর করা কঠিন হয়ে উঠেছে। মোল্লা এমদাদুল্লাহ, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক, বলেছেন, প্রধান কারণে ইলিশ আহরণের হ্রাস হয়েছে নদী ও মোহনায় নাব্য সংকট এবং অতিরিক্ত আহরণ। তিনি বলেন, নদীতে উৎপাদন বাড়লেও সাগরে যাওয়া জাটকা রক্ষা করা হচ্ছে না।

বিভাগীয় মৎস্য অফিস জানিয়েছে, সম্প্রতি শেষ হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞায় ছয় জেলায় ৩,৫৩১টি অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ১,৩৬৩টি মামলা দায়ের ও ৮৯৩ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৎস্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ হারে উৎপাদন কমতে থাকলে ইলিশ সম্পদের ভবিষ্যৎ সংকটে পড়তে পারে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন