সর্বশেষ

আন্তর্জাতিক

তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি: কমপক্ষে ৪০ অভিবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৫:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তিউনিসিয়ার মাহদিয়া উপকূলের কাছাকাছি ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) রাতে এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রতিবেদনে জানা যায়, সাব-সাহারান আফ্রিকার অন্তত ৭০ জন অভিবাসী নিয়ে নৌকাটি ডুবে যায়। তিউনিসিয়ার এক কর্মকর্তা জানান, এ বছর এটি ভূমধ্যসাগরে ঘটে যাওয়া অন্যতম মারাত্মক নৌকাডুবি।

তিউনিসিয়া বর্তমানে ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিগণিত। অনেক অভিবাসী এখানে থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপ পর্যন্ত বিপজ্জনক সাগরপথ পাড়ি দেয়। মাত্র ১৫০ কিলোমিটার দূরত্বের এই পথটি তাদের জন্য প্রথম ইউরোপীয় স্থলভাগে পৌঁছানোর প্রধান মাধ্যম।

স্থানীয় মানবাধিকার সংস্থা তিউনিশীয় ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (এফটিডিইএস) জানায়, ২০২৪ সালে রেকর্ড সংখ্যক অভিবাসী তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। এ বছরের শুরু থেকে জাহাজডুবিতে অন্তত ৬০০ থেকে ৭০০ অভিবাসীর মৃত্যু বা নিখোঁজের ঘটনা ঘটেছে, যা গত বছরের তুলনায় উদ্বেগজনক বৃদ্ধি।

সামুদ্রিক পথের এই ঝুঁকি ও বিপদ সত্ত্বেও, অভিবাসীরা যুদ্ধ ও দারিদ্র্য থেকে বাঁচার আশায় ইউরোপগামী এই পথ অবলম্বন করছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন