নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত অন্তত ৩৮

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৮ জন প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে কাচা-আগাই মহাসড়কে, যেখানে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে, ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর জ্বালানি ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের মানুষ তেল সংগ্রহের জন্য জড়ো হন। ঠিক সেই সময় বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে বহু মানুষ ঘটনাস্থলেই নিহত হন।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ জানান, নিহতদের বেশিরভাগই তেল সংগ্রহে ব্যস্ত ছিলেন।
ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু বলেন, “উদ্ধার অভিযান এখনো চলছে। দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা রাস্তার বেহাল দশাকে আরও প্রকট করে তুলেছে।”
উল্লেখ্য, নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার দুর্ঘটনা নতুন কিছু নয়। দেশের বিভিন্ন অঞ্চলে সড়কের করুণ অবস্থা ও যানের অপ্রতুল রক্ষণাবেক্ষণ প্রায়শই এই ধরনের প্রাণঘাতী ঘটনার জন্ম দেয়।
১১২ বার পড়া হয়েছে