সর্বশেষ

আইন-আদালত

'তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্ছায় হাজির হয়েছেন'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৬:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত সাবেক ও বর্তমান ১৫ সেনা কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে তারা আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেন, “৮ অক্টোবর তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর সেনা সদর কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মকর্তাদের হেফাজতে নেয়। নির্ধারিত তারিখ অনুযায়ী তারা আজ আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্ছায় আদালতে হাজির হয়েছেন।”

তিনি আরও জানান, আদালত ওকালতনামা স্বাক্ষরের অনুমতি দিয়েছেন এবং জামিন, প্রিভিলেজ কমিউনিকেশন ও সাবজেলে রাখার বিষয়ে তিনটি আবেদন গ্রহণ করেছেন। পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

অন্যদিকে, চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, র‍্যাবের টিএফআই সেলে গুম-নির্যাতনের অভিযোগসহ তিনটি মামলায় মোট ১৫ জন আসামিকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে আদালতে হাজির করে। এর মধ্যে এক মামলায় ১০ জন, অপর মামলায় ৩ জন এবং তৃতীয় মামলায় ২ জনকে হাজির করা হয়।

আদালত একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ হিসেবে জাতীয় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ও ৫ নভেম্বর।

৮ অক্টোবর প্রসিকিউশন তিনটি মামলায় মোট ৩৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এর মধ্যে ২৫ জনই সেনা কর্মকর্তা। ১১ অক্টোবর সেনা সদর থেকে জানানো হয় যে, অভিযুক্ত ১৫ জন কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন