আইন-আদালত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আলাদা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।
শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আলাদা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।
টিএফআই-জেআইসি সেলকে কেন্দ্র করে গুম-খুনসহ ২০২৩ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত অভিযোগগুলো তদন্তাধীন মামলার প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এছাড়া গুম সংক্রান্ত দুটি মামলায় পরবর্তী শুনানির তারিখ আগামী ২০ নভেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
এর আগে সোমবার সকাল ৮টার পর তিনটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর