সর্বশেষ

সারাদেশ

এ কে আজাদের গাড়িবহরে হামলা : যুবদলের দুই নেতাকে নোটিশ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জেলা যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্য ও নেতৃত্বে গৃহীত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়। এতে দুই নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, “আপনারা যথাক্রমে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় শৈথিল্য প্রদর্শন করেছেন। এর ফলে ফরিদপুর জেলা যুবদলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যা কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে।”

এই অবস্থায়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের কাছে সরাসরি হাজির হয়ে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদের গাড়িবহরে হামলার ঘটনার ঠিক পরদিনই কেন্দ্রীয় যুবদল এ সিদ্ধান্ত নেয়।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন