সর্বশেষ

পর্যটন

১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু : উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৩:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে আবারও সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত শুরু হচ্ছে।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “পহেলা নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে পারবেন। তবে সেখানে রাত্রিযাপন করা যাবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।”

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দ্বীপটির জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশ ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। এর ফলে বন্ধ হয়ে যায় পর্যটকবাহী জাহাজ চলাচলসহ দ্বীপের পর্যটন কার্যক্রম। এতে কর্মহীন হয়ে পড়েন অনেক জাহাজকর্মী ও স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট মানুষ।

সরকার জানিয়েছে, সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং দ্বীপটিকে স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পর্যবেক্ষকরা বলছেন, আগামী দিনে সেন্ট মার্টিনে পর্যটনের ওপর আরও সুসংগঠিত এবং পরিবেশবান্ধব নীতিমালা বাস্তবায়নের প্রয়োজন রয়েছে, যাতে দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
পর্যটন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন