সাহিত্য
তবে মনুষ্যত্ব জলাঞ্জলী দিয়ে
ক্ষমতা

লাকি জাদু
বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
তবে মনুষ্যত্ব জলাঞ্জলী দিয়ে
জয়ী হোক ক্ষমতা
এ জনম কাটে যাবে বেশ
ছাড়বে কি বিধাতা?
ক্ষমতার বলে ভুলে মানবিকতা
দম্ভে মাথা উঁচু, বড়াই
আর লুটপাটে চলে জীবন
নেই বালাই,কি পেলো জনতা?
কেবলই দুহাত ভরে চাই,
এতোটাই শঠতা
চীর দিন রবে নাকো
এ দেহের ক্ষমতা।
১৮১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর