দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে একটি গরু, কয়েকটি ছাগল ও নগদ অর্থসহ প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন কাশেম মালিথা, আব্দুল, ছবির ও জামরুল।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আব্দুলের বাড়ির পাশে রাখা পাটকাঠির গাঁদায় হঠাৎ অজ্ঞাত কেউ আগুন লাগিয়ে দেয়। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বাড়িগুলোতেও। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় কাশেম মালিথা, ছবির ও জামরুলের বসতঘর।
স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তারা ব্যর্থ হন। পরে খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মিরপুর ফায়ার সার্ভিসের লিডার মো. রফিকুল ইসলাম জানান, আগুনে চারটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি একটি গরু, কয়েকটি ছাগল ও ঘরের মূল্যবান আসবাবপত্রসহ নগদ চার লক্ষ টাকা ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এখন মাথা গোঁজার ঠাঁই নেই। খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছেন তারা।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
১১৮ বার পড়া হয়েছে