সর্বশেষ

সারাদেশ

পদ্মা নদীতে ইলিশ শিকার: সদরপুরে ২২ জেলের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৬:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মা ইলিশ রক্ষায় জারি করা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ শিকার করায় ফরিদপুরের সদরপুর উপজেলায় ২২ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ইউএনও জাকিয়া সুলতানা জানান, ‘মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে মাছ ধরার দায়ে ২২ জন জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও অভিযান চলাকালে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।’

অভিযানে জব্দকৃত ২০ কেজি ইলিশ মাছ স্থানীয় পূর্ব শ্যামপুর মাদ্রাসা ও দশহাজার মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রতিবছর ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার নির্দিষ্ট সময়ের জন্য ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে। এ সময় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার বিভিন্ন সহায়তা প্রদান করে থাকে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন