সর্বশেষ

আন্তর্জাতিক

রাজস্থানে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২০

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজস্থানের জয়সালমের-যোধপুর মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার বিকেলে জয়সালমের থেকে যোধপুরগামী একটি চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে গেলে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। যাত্রা শুরু হয়েছিল বিকেল ৩টার দিকে। পথে হাইওয়েতে বাসটির পেছন দিক থেকে ধোঁয়া বের হতে দেখে চালক দ্রুত বাস থামান। কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে।

স্থানীয়রা ও পথচারীরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে দমকল ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। হতাহতদের বেশিরভাগই ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানিয়েছে উদ্ধারকারীরা।

বাসটি মাত্র পাঁচ দিন আগে কেনা হয়েছিল বলে জানা গেছে।

ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে অনেকের শরীরের ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। প্রাথমিকভাবে তাদের জয়সালমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হলেও, পরে উন্নত চিকিৎসার জন্য যোধপুরে স্থানান্তর করা হয়।

দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে জাতীয় সড়ক ১২৫-তে তৈরি করা হয় ‘গ্রিন করিডোর’। আটটি অ্যাম্বুলেন্সে করে আহতদের পাঠানো হয় যোধপুরে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে যোধপুর থেকে ডিএনএ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স-এ (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী বলেন, “জয়সালমেরে বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন