সর্বশেষ

জাতীয়

শিক্ষকদের দাবি আদায়ে প্রজ্ঞাপন না এলে বুধবার 'শাহবাগ ব্লকেড'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাঁদের ন্যায্য দাবি আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গত রাতব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলেও হাইকোর্টের মাজার গেটের সামনে পুলিশি বাধায় তা থমকে যায়। পরে আন্দোলনকারীরা শহীদ মিনারে ফিরে গিয়ে সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী মঙ্গলবার রাত ৮টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান চলবে। এর মধ্যে দাবি পূরণ না হলে দুপুর থেকে 'শাহবাগ ব্লকেড' কর্মসূচি শুরু হবে।

অধ্যক্ষ আজিজী বলেন, “আমাদের দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। না হলে শুধু শাহবাগ অবরোধ নয়, প্রয়োজনে আমরণ অনশনেও যেতে হবে।”
তিনি আরও বলেন, “সরকার এখনই শিক্ষক-কর্মচারীদের শ্রদ্ধা দেখিয়ে যথাযথ ব্যবস্থা নিক। আমরা ক্লাসে ফিরে যেতে চাই, রাজপথে নয়।”

শিক্ষক-কর্মচারীরা যেসব দাবিতে আন্দোলন করছেন:

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা।
চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা।
উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা।
দীর্ঘমেয়াদি লক্ষ্য: শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ।

গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্তদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু শিক্ষকরা এটিকে “অসম্পূর্ণ ও অবমাননাকর” আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পুনরায় বিবেচনার জন্য অর্থ বিভাগে নতুন প্রস্তাব পাঠায়।


এর আগে মঙ্গলবার বিকালে 'মার্চ টু সচিবালয়' কর্মসূচি পালনের সময় আন্দোলনকারীরা হাইকোর্ট মোড়ে পুলিশের বাধায় আটকে পড়েন। এ সময় কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

 

অন্যদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশ ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

 

এই ঘটনায় শিক্ষক নেতারা পুলিশি ‘নির্যাতনের’ তীব্র প্রতিবাদ জানান এবং সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেন।

সোমবার থেকে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। মঙ্গলবার ছিল টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি। আন্দোলনকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন