সর্বশেষ

আন্তর্জাতিক

নেসেটে ট্রাম্পের ভাষণে ফিলিস্তিনপন্থী এমপিদের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিতে গিয়ে ফিলিস্তিনপন্থী দুই সংসদ সদস্যের প্রতিবাদের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবারের ওই ভাষণে যুদ্ধবিরতি, ফিলিস্তিনি বন্দিমুক্তি, নেতানিয়াহুর প্রশংসা ও মধ্যপ্রাচ্যে শান্তির প্রত্যাশার বিষয়ে কথা বলেন তিনি।

ভাষণ শুরুর কিছুক্ষণের মধ্যেই আরব-ইসরায়েলি এমপি আইমান ওদেহ ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এতে সভাকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হলে নিরাপত্তাকর্মীরা তাঁকে বের করে দেন। কিছুক্ষণ পর আরেক এমপি ওফার কাসিফ একইভাবে প্রতিবাদ জানালে তাকেও বাইরে নিয়ে যাওয়া হয়।

ওদেহ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “আমি এমন এক দাবিই জানিয়েছি যা আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিয়েছে—ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি।” কাসিফও বলেন, “শান্তি কেবল দখলদারিত্বের অবসানের মাধ্যমেই সম্ভব।”

এদিকে, গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ১,৭০০ জন ও অতিরিক্ত ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। এর জবাবে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে। বন্দিমুক্তিকে কেন্দ্র করে পশ্চিম তীর ও গাজায় উল্লাস দেখা যায়। তবে ‘ফিলিস্তিনের ম্যান্ডেলা’খ্যাত ফাতাহ নেতা মারওয়ান বাগৌতির মুক্তি নিশ্চিত হওয়া যায়নি।

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় নতুন একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে নিহত হন খ্যাতিমান মানবাধিকারকর্মী সালেহ আল জাফরাওয়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামানো হয় কয়েক হাজার হামাস যোদ্ধাকে।

এসব ঘটনার প্রেক্ষাপটে মিসরের পর্যটন শহর শার্ম আল শেখে শান্তি সম্মেলনে বসেছেন বিশ্বনেতারা। অংশ নিচ্ছেন ট্রাম্প, কাতারের প্রধানমন্ত্রী, ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানসহ আরও অনেকে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও উপস্থিত থাকবেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্মেলনে অংশ নিচ্ছেন না।

নেসেটে দেওয়া ভাষণে ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে বলেন, “এটি কেবল একটি যুদ্ধের শেষ নয়, এটি নতুন এক যুগের সূচনা।” তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রশংসা করে তাঁকে ‘শ্রেষ্ঠ যুদ্ধকালীন নেতা’ আখ্যা দেন এবং তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “সিগার বা প্রচারণার অর্থ—এসব ব্যাপারে কে চিন্তা করে?” ট্রাম্প আরও জানান, হামাসের ‘সাময়িক অস্ত্রধারণ’ বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত এবং কিছু সময়ের জন্য তাদের সশস্ত্র থাকতে অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৮৬৯ জনে। এক দিনে উদ্ধার হওয়া ৬৩টি মৃতদেহের মধ্যে অনেকেই আগের হামলার শিকার বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
 

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন