চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৩ জন

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৪:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিষাক্ত স্পিরিট পান করে ছয় জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিন জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে কয়েকজন মিলে স্পিরিট পান করেন। এরপর শনিবার (১১ অক্টোবর) পাঁচ জন এবং রোববার রাতে আরও একজনের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন—নফরকান্দি গ্রামের ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা গ্রামের মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালি গ্রামের ভ্যানচালক মোহাম্মদ লালটু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের মিল শ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার শ্রমিক সরদার মোহাম্মদ লালটু (৫২)।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. একেএম নাসিম উজ জামান জানান, সরদার মোহাম্মদ লালটু নামের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ‘অ্যালকোহলিক পয়জনিংয়ে’ মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের বলেন, “এ পর্যন্ত ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই বিষাক্ত মদ পানে মারা গেছেন। তবে নিহতদের পরিবারের সদস্যরা এ বিষয়ে কিছু বলতে চাইছেন না।”
তিনি আরও জানান, মৃতদের মধ্যে চার জনকে ইতোমধ্যে দাফন করা হয়েছে। বাকি দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া অসুস্থ তিন জনের চিকিৎসা চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
১০৭ বার পড়া হয়েছে