সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ  

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে বসবাসরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ আরও প্রসারিত করতে বই বিতরণ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ রবিবার সকালে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে আয়োজিত এক সাদামাটা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা স্তরের ৮৯ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়।

পঞ্চম শ্রেণি থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত শিক্ষার্থীরা এই সহায়তা পেয়েছেন। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ রহমান।

মেজর পারভেজ বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই বই বিতরণ কার্যক্রম তারই একটি মানবিক দৃষ্টান্ত।"

তিনি আরও বলেন, "শিক্ষা একটি জাতির ভিত্তি। অর্থনৈতিক অভাব কোনো শিক্ষার্থীর অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। দারিদ্রতা প্রেরণার উৎস হতে পারে, যদি সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যায়। অধ্যবসায়, সততা ও পরিশ্রমের মাধ্যমে যেকোনো স্বপ্ন পূরণ সম্ভব।"

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা পার্বত্য অঞ্চলের শিক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করে যাবে। অনুষ্ঠান শেষে অভিভাবক ও শিক্ষার্থীরা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এই সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন