সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তান-আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ, উত্তেজনা চরমে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় আবারও তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই দেশের সেনাবাহিনী।

শনিবার (১১ অক্টোবর) রাতে এই সংঘর্ষ শুরু হয়, যা দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের স্থানীয় প্রশাসনের দাবি, তালেবান যোদ্ধারা পাকিস্তানের অন্তত দুটি সীমান্ত চৌকি দখলে নিয়েছে। অন্যদিকে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, সীমান্তের পাঁচটিরও বেশি স্থানে সংঘর্ষ হয়েছে এবং তারা পাল্টা অভিযান চালাচ্ছে।

এই সাম্প্রতিক উত্তেজনার পেছনে রয়েছে আফগান রাজধানী কাবুলে গত শুক্রবার রাতে চালানো একটি বিমান হামলা। ওই হামলায় পাকিস্তানের নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর এক শীর্ষনেতাকে লক্ষ্য করা হয়েছিল। আফগানিস্তানের দাবি, এই হামলার পেছনে রয়েছে ইসলামাবাদের মদদ, যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি।

এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে যদি দুই পক্ষই সংঘাত নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন