সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে বিএনপি'র কর্মী সম্মেলন: ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ৩১ দফা রূপকল্প বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে দৌলতপুর উপজেলার থানার মোড় এলাকায় উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাচ্চু মোল্লা বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে। এই কর্মী সম্মেলন থেকেই আমরা অঙ্গীকার করছি—আগামী জাতীয় নির্বাচনে দৌলতপুর আসনে বিএনপিকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি তারুণ্যনির্ভর, আধুনিক ও আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস, দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল প্রমুখ।

সম্মেলনে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে শতাধিক নেতৃস্থানীয় নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা দলকে সংগঠিত করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন