সর্বশেষ

সারাদেশ

শিবালয়ে জমি বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা গ্রেপ্তার

সোহেল রানা, মানিকগঞ্জ
সোহেল রানা, মানিকগঞ্জ

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ৩:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আলিমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বরংগাইল এলাকার ব্যবসায়ী মো. আব্দুর রফিক (৫২) এই ঘটনায় শিবালয় থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বাদী আব্দুর রফিক জানান, প্রতিবেশী আব্দুল আলিম ও তার ভাই আব্দুল হকের সঙ্গে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আদালতের রায় ও ভূমি অফিসের নথির ভিত্তিতে তিনি ওই জমির দখল ফিরে পান এবং নিয়মিত খাজনা পরিশোধ করে ভোগদখল করছেন।

তবে গত ৩ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে আসামিরা অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে ওই জমিতে ঢুকে নিজেদের মালিকানা দাবি করেন। অভিযোগে বলা হয়, জমির বৈধ কাগজ দেখানো সত্ত্বেও তারা উত্তেজিত হয়ে বাদীকে গালিগালাজ করেন এবং তার ভাই জামায়াতে ইসলামী নেতা ও সাবেক এমপি প্রার্থী ড. আবু বকর সিদ্দিকের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালান।

এ সময় বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং জমি না ছাড়লে পরিবারের ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এতে বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, অভিযোগের পরপরই আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন