সর্বশেষ

জাতীয়সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক : চিকিৎসক
বিজয় দিবসে আকাশে লাল-সবুজের গৌরব, ৫৪ প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড
রাজধানীতে বিজয় র‍্যালি, ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙা বাড়ির সামনে কর্মসূচি পালন
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৫৫তম মহান বিজয় দিবস আজ
বিজয় দিবসে বিভাজন ও হিংসা পরিহারের অঙ্গীকারের আহ্বান তারেক রহমানের
সারাদেশবিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে মানুষের ঢল, শ্রদ্ধায় মুখর
সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পন
আন্তর্জাতিকবিজয় দিবসে মোদির পোস্টে অনুপস্থিত বাংলাদেশের নাম
১৯৭১-এর বিজয় দিবস স্মরণে বিবৃতি দিল ভারতের সেনাবাহিনী
মরক্কোর সাফিতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি
খেলাআইপিএল নিলামে ইতিহাস গড়লেন ক্যামেরন গ্রিন, সর্বোচ্চ দামি বিদেশি খেলোড়ায়
সারাদেশ

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ৯:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চাকরিচ্যুত কর্মকর্তাদের বিক্ষোভে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

একপর্যায়ে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

বিক্ষুব্ধ কর্মকর্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ জনকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং আরও প্রায় ৪-৫ হাজার কর্মকর্তা ওএসডি করে কর্মস্থলে বসিয়ে রাখা হয়েছে। তারা জানান, এ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন এবং পরিবার নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায়।

শনিবার সকাল থেকে মহাসড়কের পাশে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। দুপুর ১২টার দিকে কয়েক শত চাকরিচ্যুত কর্মকর্তা ফৌজদারহাট এলাকায় মানববন্ধনে অংশ নেন। এর ফলে চট্টগ্রাম নগরী থেকে বের হওয়া এবং ঢাকামুখী যানবাহন উভয় দিকেই ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। মাদামবিবিরহাট থেকে সিটি গেইট পর্যন্ত পুরো এলাকায় গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার থেকে কর্মবিরতি শুরু হওয়ার কথা থাকলেও, তারা পূর্ববর্তী দিন থেকেই আন্দোলনে নেমেছেন।

ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা যানবাহনে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন, কেউ আবার গাড়িতেই আটকে থাকেন দীর্ঘ সময়।

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে যাত্রা শুরু করে শহরমুখী ইফতেখার রুমন্ত জানান, “ফৌজদারহাট পর্যন্ত যাওয়ার পর দেখি গাড়ি আর যাচ্ছে না। পরে বাধ্য হয়ে ফিরে যাচ্ছি।”
অন্যদিকে বারইয়ারহাট থেকে জিইসি মোড়ে যাওয়া বাসযাত্রী আব্দুল হান্নান বলেন, “মাদামবিবিরহাটে এসে আটকে আছি। কখন ছাড়বে কিছুই বুঝতে পারছি না।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) রফিক আহমেদ মজুমদার বলেন, “অবরোধের কারণে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট হয়েছে। এখন অবরোধ তুলে নেওয়া হয়েছে। আশা করছি এক থেকে দেড় ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ইসলামী ব্যাংকের বিতর্কিত কর্মী ছাঁটাই ও তাদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থাকে ঘিরে ক্ষোভ ও উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন