সর্বশেষ

জাতীয়

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : উপদেষ্টা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচন তো বটেই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর জারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১ অক্টোবর) বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টার বক্তব্য মূলত তাত্ত্বিক। বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে বিচার কার্যক্রম শুরু হয়েছে।”

এ সময় পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা ও শান্তি রক্ষার বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, “যারা পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই সবাই—পাহাড়ি হোক বা বাঙালি—একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করুক। বিভাজনের দেয়াল তৈরি করে কেউ পার পাবে না।”

আগামী নির্বাচন নিয়ে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, শারদীয় দুর্গোৎসব ঘিরে দেশের বিভিন্ন এলাকায় যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে ছিল বলেও জানান তিনি।

তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করছেন। সরকার সর্বোচ্চ সতর্কতায় উৎসব নিরাপদ রাখতে তৎপর রয়েছে।”

মণ্ডপ পরিদর্শনকালে বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব লিমন শাহা কানু, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন