সর্বশেষ

জাতীয়দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের বৈঠক
শেখ হাসিনার দপ্তর ও গণভবনের খাবারের বিল বাকি আড়াই কোটি
বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের
সারাদেশ২১ বছর পর টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি
শেরপুরে জামায়াত নেতার মৃত্যু: তিন দিন পর হত্যা মামলা দায়ের
আন্তর্জাতিকইরানে শাসন পরিবর্তনে ‘সুনির্দিষ্ট লক্ষ্যে’ হামলার পরিকল্পনা ট্রাম্পের
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

শারদীয় দুর্গাপূজায় ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে তীব্র যানজট

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে ঘরমুখো মানুষের ঢল নেমেছে।

এর প্রভাব পড়েছে দেশের প্রধান দুই মহাসড়কে—ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট সড়কে। ফলে মহাসড়ক দুটিতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও যানবাহনের ধীরগতি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড থেকে শুরু করে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা গেছে। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার অংশেও গাড়ি চলছে থেমে থেমে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, পূজার ছুটিতে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। এর সঙ্গে বৈরী আবহাওয়া যুক্ত হওয়ায় সড়কে স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। তিনি বলেন, “আমরা বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। একাধিক টিম কাজ করছে। তবে যানবাহনের চাপ এত বেশি যে, যানজট নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।”

ভুক্তভোগী যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা যেতে যেখানে আধা ঘণ্টা লাগে, সেখানে এখন সময় লাগছে তিন থেকে চার ঘণ্টা।

যাত্রী তানিয়া আক্তার বলেন, “প্রতি বছর পূজার ছুটিতে গ্রামে যাই। কিন্তু এবার এমন যানজট যে, কখন বাড়ি পৌঁছাব সেটি নিয়েই দুশ্চিন্তায় আছি।”

একই ভোগান্তির কথা জানিয়েছেন সিলেটগামী যাত্রী সোহেল মিয়াও। তিনি বলেন, “সকাল থেকে রওনা হয়েছি, এখনও নরসিংদী পার হতে পারিনি। সাধারণত এই সময়ে আমরা অনেক দূর চলে যাই।”

ট্রাকচালক আমিনুল ইসলাম জানান, “ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বাড়ছে, মালিকদের চাপ সামলাতেও হিমশিম খেতে হচ্ছে।”

পুলিশ বলছে, ছুটির চাপের পাশাপাশি বৈরী আবহাওয়ার প্রভাবে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন