পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১০

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ এক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। হামলার পেছনে ‘ভারত সমর্থিত সন্ত্রাসীদের’ দায়ী করেছে পাকিস্তান সরকার।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোয়েটার এফসি (ফ্রন্টিয়ার কর্পস) সদর দপ্তরের কাছে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হয়। স্থানীয় সময় বিকেল নাগাদ মডেল টাউন থেকে হালি রোডে মোড় নেওয়ার সময় গাড়িটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী চার সন্ত্রাসীকে হত্যা করে।
বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানান, হতাহতদের কোয়েটার সিভিল হাসপাতাল, বেলুচিস্তান মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর প্রদেশজুড়ে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি হামলাকে "কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা" হিসেবে অভিহিত করে বলেন, “এ ধরনের হামলা পাকিস্তানি জাতির মনোবল ভাঙতে পারবে না। আমরা বেলুচিস্তানকে একটি শান্তিপূর্ণ প্রদেশে রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই হামলার পেছনে রয়েছে ‘ভারত-সমর্থিত সন্ত্রাসীরা’। ফিতনা-আল-খাওয়ারিজ ও ভারতের স্বার্থে পরিচালিত এই জঙ্গিরা পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে পারবে না।”
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সিভিল হাসপাতাল, ট্রমা সেন্টার এবং অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও কর্মীদের ছুটি বাতিল করে জরুরি সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে