ট্রাম্পের প্রস্তাব লিখিত আকারে পায়নি হামাস, পেলে পর্যালোচনা

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-হামাস চলমান যুদ্ধ বন্ধে ২০ দফা একটি শান্তি প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এখন হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক মহল।
ট্রাম্পের প্রস্তাবে হামাসের প্রতি প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে— ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মির মুক্তি, গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া এবং পুরোপুরি নিরস্ত্রীকরণ। শুধু হামাস নয়, প্রস্তাব অনুযায়ী পুরো গাজা উপত্যকাকেই নিরস্ত্র করার কথা বলা হয়েছে।
যদিও হামাস এখনো প্রস্তাবটির লিখিত কপি হাতে পায়নি বলে জানিয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সংগঠনটির একজন উচ্চপদস্থ নেতা বলেন, "আমরা এখনো প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে পাইনি। প্রস্তাব পেলে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।"
তিনি আরও বলেন, "আমরা এমন কোনো প্রস্তাবে সম্মতি দিতে প্রস্তুত, যেখানে গাজায় হত্যাযজ্ঞ বন্ধ হবে, ইসরায়েলি সেনারা পুরোপুরি গাজা ত্যাগ করবে এবং ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা পাবে। তবে অস্ত্রসমর্পণের প্রশ্নে আমরা আপসহীন। যতদিন দখলদারিত্ব থাকবে, ততদিন এই প্রতিরোধ চলবে।"
তিনি উল্লেখ করেন, অস্ত্র পরিত্যাগের বিষয়টি কেবল তখনই বিবেচনায় নেওয়া যেতে পারে, যখন ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট কাঠামো গঠিত হবে।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান আরও জোরদার করবে।
এখন সবার দৃষ্টি হামাসের চূড়ান্ত অবস্থানের দিকে।
১২৩ বার পড়া হয়েছে