আজ মহাষ্টমীতে অনুষ্ঠিত হচ্ছে কুমারীপূজা, নিরাপত্তা জোরদার

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ২:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিন, মহাষ্টমী। এই দিনটিতে বিশেষ গুরুত্ব বহন করে কুমারীপূজা, যা প্রতি বছরের মতো এবারও ঢাকার রামকৃষ্ণ মিশনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে।
রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ জানান, কুমারীপূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি নারীর মাতৃরূপের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক গভীর আধ্যাত্মিক অনুশীলন। তার ভাষায়, "নারী মানেই মা, আর কুমারীপূজা মানে সেই মায়েরই পূজা।"
আজ সকালে ঢাকার রামকৃষ্ণ মিশনে একটি কুমারী কন্যাকে জীবন্ত দেবী রূপে পূজার আসনে অধিষ্ঠিত করে কুমারীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয় ভোর ৬টা ৩৩ মিনিটে। পূজা সম্পন্ন হয় সকাল ৯টা ২৮ মিনিটে। বিকেল ৫টা ৩৭ মিনিটে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা, আর মধ্যাহ্নে অনুষ্ঠিত হবে মহাপ্রসাদ বিতরণ।
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। সোমবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা আশাবাদী, এবার পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। সারাদেশে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে।”
তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য এবং একটি সাইবার নজরদারি টিমও কাজ করছে, যাতে সামাজিক মাধ্যমে কেউ গুজব ছড়িয়ে পরিবেশ নষ্ট করতে না পারে।
১০৮ বার পড়া হয়েছে