সর্বশেষ

আন্তর্জাতিক

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালে তেহরানের কড়া প্রতিক্রিয়া

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরানের ওপর জাতিসংঘের পূর্বের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে।

২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবগুলোর আওতায় এসব নিষেধাজ্ঞা গত শনিবার রাত ১২টা থেকে আবার কার্যকর হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি—এই তিন দেশ ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তাদের অভিযোগ, ইরান ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “উত্তোলন করা নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করার উদ্যোগ আইনগত ভিত্তিহীন ও পুরোপুরি অন্যায্য।” তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়কে এই নিষেধাজ্ঞাগুলো স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস জানান, “জাতিসংঘ ও ইইউ’র পারমাণবিক ইস্যু-সংক্রান্ত যেসব নিষেধাজ্ঞা পূর্বে প্রত্যাহার করা হয়েছিল, তা অবিলম্বে আবার কার্যকর করা হবে।”

বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার এই টানাপোড়েন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। মাত্র কয়েক মাস আগেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এমন প্রেক্ষাপটে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, “আমরা ইরান ও অন্য সব দেশকে আহ্বান জানাই, যেন তারা জাতিসংঘের প্রস্তাবগুলো পুরোপুরি মেনে চলে।”

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের ফলে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের লেনদেন এখন থেকে নিষিদ্ধ বলে বিবেচিত হবে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন