সর্বশেষ

জাতীয়খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়া হতে পারে
জাতীয় সংসদ নির্বাচন: আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি
অন্তর্বর্তী সরকার ইস্যু: হাইকোর্টের আদেশ বহাল রাখল আপিল বিভাগ
ইন্টারনেট বন্ধ ও গণহত্যা: ফরমাল চার্জ গ্রহণ, জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বাম জোটের মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জে আহত কয়েকজন
ভোরে কেঁপে উঠল রাজধানী, অল্পমাত্রার ভূমিকম্পে আতঙ্ক
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল টিমের পর্যবেক্ষণ অব্যাহত, শুক্রবার সারাদেশে প্রার্থনার আহ্বান সরকারের
দেশজুড়ে শীতের দাপট বাড়ছে, উত্তরে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে : আবহাওয়া অফিস
সারাদেশপাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সোনাপুরে বিআরটিসি ডিপোতে আগুন: দুই বাস পুড়ে ছাই
চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ
আন্তর্জাতিকপুতিনের ভারত সফরের আগেই গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন
গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত
খেলারায়পুরে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরে সিরিজে সমতা করেছে ভারত
আন্তর্জাতিক

নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিলেন বিজয়

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের তামিলনাড়ু রাজ্যে অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের একটি জনসভায় পদদলনের ঘটনায় মর্মান্তিক প্রাণহানিতে ভারী হয়ে উঠেছে দক্ষিণ ভারত।

কউর জেলায় আয়োজিত ওই সমাবেশে মোট ৩৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিজয়
এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে থালাপতি বিজয় পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়, বিজয় বলেন—

“এটি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। কথা দিয়ে এই শোকের ভার কমানো সম্ভব নয়। কিন্তু একজন পরিবারের সদস্য হিসেবে, আমি নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ২ লাখ রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিচ্ছি।”
তিনি আরও বলেন, “এই অর্থের পরিমাণ ক্ষতির তুলনায় অতি সামান্য। তবুও এই কঠিন সময়ে আপনাদের পাশে দাঁড়ানোই আমার নৈতিক দায়িত্ব।”

এক্সে (টুইটারে) আবেগঘন বার্তা
এর আগে এক্স (টুইটার)-এ দেওয়া বার্তায় বিজয় লেখেন:

“আমার হৃদয় ভেঙে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রিয়জন হারানো ভাই-বোনদের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা। যারা হাসপাতালে রয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
অতিরিক্ত ভিড়ই ঘটনার মূল কারণ
তামিলনাড়ুর ভোটমুখী রাজনীতিতে সদ্য পা রাখা বিজয় সেদিন টিভিকে আয়োজিত এক শোভাযাত্রা ও জনসভায় অংশ নিচ্ছিলেন। ওই সভায় ডিএমকের প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজিকে নিয়ে কড়া সমালোচনা করছিলেন বিজয়। বক্তৃতার একপর্যায়ে জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়, এবং মাঝপথে তাঁকে বক্তৃতা থামাতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়কে সামনে থেকে দেখতে বা স্পর্শ করতে চাওয়া অনেকের ভিড়েই মূলত বিশৃঙ্খলা দেখা দেয়।
জনসভার আয়োজকরা ধারণা করতে পারেননি, এত সংখ্যক মানুষের সমাগম হবে। বিজয়ের মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই ভিড় বাড়তে থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

একাধিক শিশু জ্ঞান হারায়, কয়েকজন দলীয় কর্মী অসুস্থ হয়ে পড়েন। দ্রুত আহতদের হাসপাতালে নেওয়া হয়।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন