সর্বশেষ

জাতীয়

হাজী সেলিমের বাড়িতে অভিযান, জব্দ ৬ বিলাসবহুল গাড়ি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসভবনে যৌথবাহিনীর অভিযান চালানো হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে ভবনটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করে যৌথবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।

অভিযান চলাকালে ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগোও সংযুক্ত ছিল।

জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। গাড়িগুলোর মালিকানা ও অবস্থান সম্পর্কে তিনি কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর হাজী সেলিম ও তার বড় ছেলে, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের আরেক ছেলে ইরফান সেলিম বর্তমানে পলাতক।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন