সর্বশেষ

আন্তর্জাতিক

ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির পক্ষে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

তাঁর অফিসের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গাজায় চলমান মানবিক সংকট উপেক্ষা করা যায় না এবং দুই পক্ষকেই এমন একটি ব্যবস্থার উপায় খুঁজে বের করতে হবে যেখানে একটি নিরাপদ ইসরায়েল এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র—দুইটি ক্ষেত্রে স্বায়ত্তশাসন বজায় থাকবে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রেক্ষাপটে এই বিরল মন্তব্যটি এসেছে। ওবামা বলেন, সহিংসতার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন দেশের নেতৃত্বদেরও বলতে হবে—এই মুহূর্তে শিশুদের অনাহারে থাকা মেনে নেওয়া যাবে না। তিনি আরও যোগ করেন, গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করার কোনো সামরিক যুক্তি নেই।

ডাবলিনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই ইসরায়েলের নীতির তীব্র সমালোচনা করেন এবং বলেন, তাঁর প্রকাশ্য সমালোচনার কারণে তিনি কখনোই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না। ওবামা বলেন, রাজনীতিতে অনেকসময় নেতারা স্বার্থপরভাবে সম্পর্ক ধরে রাখেন—“আমরা বনাম তারা” ভাব ধরে থাকা তাদের ক্ষমতায় থাকা সহজ করে তোলে—এমন স্বার্থপরতা কখনোই গ্রহণযোগ্য নয়।

ওবামা পূর্বেও গাজায় ‘প্রতিরোধযোগ্য’ দুর্ভিক্ষ রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, খাদ্য, পানি ও অপরিহার্য সামগ্রী বেসামরিক মানুষের নাগালে পৌঁছে দিতে দিতে বাধা দেওয়া উচিত নয়। তিনি জোর দিয়েছেন—গাজায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেয়া হবে এবং সামরিক অভিযান সীমিত রেখে দীর্ঘমেয়াদী সমাধান পেতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

সূত্র: সিএনএন

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন