সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় একদিনে আরও ৯১ জনের মৃত্যু, ইসরাইলের হামলা অব্যাহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯১ জন নিহত হয়েছেন, যার মধ্যে গাজা সিটির ৪৮ জন বাসিন্দা রয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন ত্রাণ নেওয়ার সময় নিহত হন বলে খবর পাওয়া গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, দখলদার ইসরাইল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ চালিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই হামলায় প্রতিদিন প্রায় ১০০ মানুষ নিহত হলেও ইসরাইলের আক্রমণ থামছে না।

এদিকে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ হুমকি দিয়েছেন, সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ বন্ধ করবেন না। তিনি আরও বর্বরতা বাড়ানোর হুমকি প্রদান করেছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার যুদ্ধ বন্ধের জন্য গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে ৮ মুসলিম দেশ। সেই বৈঠকে ট্রাম্প ২১ দফা প্রস্তাব পেশ করেন। পরে মুসলিম নেতাদের কাছ থেকে জানা যায়, ট্রাম্পের সঙ্গে তাদের আলোচনা ভালো ছিল।

অপরদিকে, আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে চুক্তি স্বাক্ষর বা না স্বাক্ষরের ব্যাপারেও দৃষ্টি দেওয়া হবে।

নেতানিয়াহু জাতিসংঘে ভাষণে জানান, গাজায় তারা হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটুট থাকবেন। অন্যদিকে, ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, হয়তো তারা যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে আছেন।

এমন পরিস্থিতিতে গাজায় চলমান সংঘর্ষ ও সংঘাতের অবসান কবে হবে তা নিয়ে বিশ্ববাসীর উদ্বেগের শেষ নেই।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন