অস্কারে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘বাড়ির নাম শাহানা’

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ থেকে ৯৮তম অস্কার উৎসবের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য পাঁচটি চলচ্চিত্রের মধ্যে লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’কে চূড়ান্ত নির্বাচন করা হয়েছে।
এই ঘোষণা করা হয়েছে শনিবার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের আয়োজিত সংবাদ সম্মেলনে।
এ বছর বাংলাদেশ থেকে অস্কার মনোনীতির জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল—‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেয়ার শেষ সময়, আর এর মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ মুক্তি পেয়েছে ১৯ সেপ্টেম্বর।
অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম ও সদস্যরা দীর্ঘ পর্যালোচনা ও স্ক্রিনিং শেষে ‘বাড়ির নাম শাহানা’কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন। কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন সাংবাদিক সাজ্জাদ শরীফ, চিত্রগ্রাহক রাশেদ জামান, প্রযোজক শাহরিন আক্তার সুমি, পরিচালক শাহীন দিল-রিয়াজ ও চলচ্চিত্র শিক্ষক এস এম ইমরান হোসেন।
‘বাড়ির নাম শাহানা’ নব্বইয়ের দশকের পটভূমিতে সত্য কাহিনি অবলম্বনে নির্মিত চলচ্চিত্র, যেখানে দীপার স্বামীর নির্যাতনের বিরুদ্ধে লড়াই এবং নিজের মতো করে বাঁচার গল্প তুলে ধরা হয়েছে। দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক আরিফুর রহমান জানান, ‘আমাদের টিম শুধু কাজের পার্টনার নয়, পারিবারিক বন্ধনও রয়েছে। এই নির্বাচন আমাদের বিশ্বাসের মূল্যায়ন।’ পরিচালক লিসা গাজী এর আগে তথ্যচিত্র নির্মাণ করলেও ‘বাড়ির নাম শাহানা’ তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
১২১ বার পড়া হয়েছে