সাবেক এমপি মুক্তিসহ দুজন ৬ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এই আদেশ দেন। সেদিন আসামিদের আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে, আর আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কী অভিযোগ?
রিমান্ড আবেদনে বলা হয়েছে, কবিরুল হক মুক্তি ও মোজাম্মেল হক বিভিন্ন অনলাইন গ্রুপে সক্রিয় ছিলেন। সেসব গ্রুপে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে এবং অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য ও প্রচারণা চালাতেন বলে অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
মামলার প্রেক্ষাপট
১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ডা. ফজলে রাব্বী পার্কের কাছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নামে (যার অস্তিত্ব নিয়ে রয়েছে বিভ্রান্তি) একটি দল ব্যানার হাতে স্লোগান দেয় এবং রাস্তায় চলাচলরত যানবাহন ভাঙচুরের চেষ্টা করে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করে এবং তাদের মোবাইল ফোন জব্দ করে। মোবাইল পর্যালোচনায় দেখা যায়, তারা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা ও উসকানিমূলক বার্তা ছড়াচ্ছিল।
ওই ঘটনার পর গুলশান থানার এসআই মাহাবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
১২৯ বার পড়া হয়েছে