সর্বশেষ

প্রবাস

মালয়েশিয়ায় অভিযান: সেলাঙ্গে ১৫০ বাংলাদেশিসহ আটক ৮৯৮

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে এক যৌথ অভিযানে ১৫০ বাংলাদেশিসহ মোট ৮৯৮ জন অনিবন্ধিত বিদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে বিভিন্ন দেশের মোট ১ হাজার ১৩২ জনের পরিচয়পত্র যাচাই করা হয়। তাদের মধ্যে ৮৯৮ জনের বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬৪৩ জন ইন্দোনেশিয়ার, ১৫০ জন বাংলাদেশের, ৩৬ জন মিয়ানমারের, ৩৫ জন পাকিস্তানের, ২৪ জন নেপালের এবং ১০ জন ভারতীয় নাগরিক। বয়সসীমা ১৬ থেকে ৮০ বছরের মধ্যে হলেও বাংলাদেশি কোনো নারী রয়েছেন কিনা তা জানা যায়নি।

সেলাঙ্গরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন জানান, দীর্ঘ চার মাস ধরে চলা গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে শতাধিক দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভবনে তল্লাশি চালানো হয়।

এই অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি রয়েল মালয়েশিয়ান পুলিশ, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সেস, ক্লাং রয়েল সিটি কাউন্সিল ও জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

আটক অভিবাসীদের সেলাঙ্গরের ইমিগ্রেশন অফিসে নিয়ে যাচাই-বাছাই শেষে সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

এ সময় ইমিগ্রেশন বিভাগ সাধারণ জনগণ ও নিয়োগকর্তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযান চলাকালে অনেক নিয়োগকর্তা তাদের কর্মীদের বৈধ পাসপোর্ট দেখিয়ে সহযোগিতা করেছেন, যা ইতিবাচক বলে মন্তব্য করেন কর্মকর্তারা।

তিনি আরও জানান, মালয়েশিয়ায় অনিবন্ধিতভাবে অবস্থানরত কাউকে ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন