জাতিসংঘ সদর দপ্তরে ড. ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ, ব্যাংকিং খাতের সংস্কার, এবং তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। বিশেষভাবে আলোচনায় আসে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়টি।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ, ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, "বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।" এ সময় ড. ইউনূস বিশ্বব্যাংকের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চুরি হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা কামনা করেন।
ড. ইউনূস চট্টগ্রাম বন্দর আধুনিকায়ন ও সংস্কারের ওপর গুরুত্বারোপ করে বলেন, "এই বন্দর লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি হতে পারে। চলুন, একসঙ্গে উন্নয়ন করি।"
তিনি আরও বলেন, নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশ এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য এই বন্দরের আধুনিকায়নের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হতে পারে।
অজয় বঙ্গ বলেন, "টেকসই এবং উচ্চ প্রবৃদ্ধির জন্য শক্তিশালী ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার অপরিহার্য।" বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এবং এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
১১০ বার পড়া হয়েছে