জাতীয়
নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা অজয় কর খোকনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খোকন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা অজয় কর খোকনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর গুলশান এলাকা থেকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ।
ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি নিষিদ্ধ রাজনৈতিক দলের হয়ে মিছিল ও জনসমাবেশ সংগঠনের চেষ্টা করছিলেন অজয় কর খোকন। এসব কার্যক্রমের পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, অজয় কর খোকন ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয়ভাবে জড়িত হন।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর