সর্বশেষ

রাজনীতি

আখতার হোসেনের ওপর হামলার পর এনসিপি নেতাদের তীব্র প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় সোমবার রাত ১টা ৩০ মিনিটের দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিমানবন্দরে নামার পরপরই একদল ব্যক্তি আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। হামলার সময় তার সঙ্গে দলের সিনিয়র নেত্রী ডা. তাসনিম জারাও উপস্থিত ছিলেন। হামলাকারীরা ‘জুলাই সন্ত্রাসী’ স্লোগান দিচ্ছিল বলে জানা গেছে।

ঘটনাটিকে ‘সাংঘাতিক ও নিন্দনীয়’ উল্লেখ করে এনসিপির নেতারা একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে অভিহিত করেছেন।


এনসিপি নেতাদের প্রতিক্রিয়া
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন,

“ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরাজিত স্বৈরাচারী গোষ্ঠী এখনো দেশ-বিদেশে ষড়যন্ত্র করছে। নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলা তারই প্রমাণ। নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্ব এবং সহিংস রাজনীতির বহিঃপ্রকাশ এটি।”
তিনি যুক্তরাষ্ট্র সরকারকে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান।

এনসিপির অন্যতম নেত্রী নীলা ইস্রাফিল বলেন, “বিদেশের মাটিতে এমন হামলা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের রাজনীতির অবক্ষয়ের নগ্ন চিত্র। বিশেষ করে একজন নারী সহযাত্রীর ওপর হামলার চেষ্টা আরও লজ্জাজনক ও নিন্দনীয়।”

নেত্রী ডা. তাসনিম জারার প্রতিক্রিয়া
এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন,“এই হামলা ব্যক্তি আখতার হোসেনের ওপর নয়, বরং তার রাজনৈতিক অবস্থান ও দলের প্রতি একটি আক্রমণ। এতে পরাজিত গোষ্ঠীর ভয় ও হতাশা প্রকাশ পেয়েছে।”

বিশিষ্টজনদের প্রতিক্রিয়া
ঘটনার নিন্দা জানিয়ে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বলেন, “রাজনীতির নামে বিদেশের মাটিতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্য এটি নেতিবাচক বার্তা।”

হাসনাত আব্দুল্লাহর সতর্কবানী

তার পোস্টে লেখেন, “হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে?” তিনি আরও বলেন, যেসকল ব্যক্তিরা আওয়ামী লীগকে সমর্থন করে টকশো বা কলামে ‘সম্মতি’ তৈরি করে, তাদেরকেও প্রত্যাখ্যান করা উচিত। অন্যথায়, এমন আক্রমণের শিকার হওয়ার জন্য তাদেরও প্রস্তুত থাকতে হবে বলে তিনি সতর্ক করেন।

 

সারজিস আলমের হুঁশিয়ারি

এনসিপির শীর্ষ নেতা সারজিস আলম হামলার জন্য ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’-কে দায়ী করে বলেন, “এই জানোয়ারদের জন্য কোনো সহানুভূতি দেখানোর সময় নেই। যারা এদের আশ্রয় দেয় তারাও সাবধান হোন।”

নিন্দা ও নিরাপত্তা দাবি
ঘটনার পর এনসিপি থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে দলীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে হামলার তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন