রুশ ড্রোন অনুপ্রবেশের পর পোল্যান্ডের আকাশে যুক্তরাজ্যের যুদ্ধবিমান

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাশিয়ার ড্রোন অনুপ্রবেশকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে সতর্কতা জোরদার করেছে যুক্তরাজ্য।
এর অংশ হিসেবে ব্রিটিশ যুদ্ধবিমান পোল্যান্ডের আকাশে টহল দিয়েছে।
রয়টার্স জানায়, ন্যাটো জোটের "ইস্টার্ন সেন্ট্রি মিশন"-এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়, যার লক্ষ্য পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এক বিবৃতিতে বলেন,
“এই মিশন একটি স্পষ্ট বার্তা দেয়—ন্যাটো আকাশসীমা রক্ষা করা হবে।”
বিবৃতিতে আরও জানানো হয়, শুক্রবার রাতেই পূর্ব ইংল্যান্ডের একটি সামরিক ঘাঁটি থেকে দুটি টাইফুন যুদ্ধবিমান উড্ডয়ন করে পোল্যান্ডের আকাশে টহলে অংশ নেয়। রাশিয়ার সম্ভাব্য হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। শনিবার ভোরে যুদ্ধবিমান দুটি নিরাপদে যুক্তরাজ্যে ফিরে আসে।
প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। ২০২৭ সালের এপ্রিলের মধ্যে জিডিপির ২.৬ শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করার পরিকল্পনা রয়েছে তাদের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয়ে কম খরচ করার জন্য আগেই সমালোচনা করেছিলেন। তার পর থেকেই অনেক দেশ ব্যয় বৃদ্ধির পথে হাঁটছে।
এদিকে, ন্যাটোর সদস্য এস্তোনিয়া জানিয়েছে, গত শুক্রবার তিনটি রাশিয়ান সামরিক বিমান তাদের আকাশসীমা ১২ মিনিটের জন্য লঙ্ঘন করেছে, যা তারা ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী হিলি বিষয়টি নিয়ে বলেন,
“এটি সাম্প্রতিক সময়ের মধ্যে ন্যাটোর আকাশসীমায় তৃতীয়বারের মতো বিপজ্জনক লঙ্ঘন।”
অন্যদিকে, রাশিয়া দাবি করেছে, ইউক্রেনে হামলার সময় পোল্যান্ডে ড্রোন অনুপ্রবেশ ছিল একটি ভুলবশত ঘটানো ঘটনা। একইসঙ্গে তারা এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগও অস্বীকার করে জানিয়েছে, বিমানগুলো নিরপেক্ষ জলসীমার ওপর দিয়েই উড়েছিল।
১০৮ বার পড়া হয়েছে