লোহাগড়ায় দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ২০ জন

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা ও কামারগ্রাম—এই দুই পার্শ্ববর্তী গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রাম্য আধিপত্য এবং পুরনো শত্রুতার জের ধরে এ সহিংসতার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরশুনা ও কামারগ্রামের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের মোট ৮ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
১২৫ বার পড়া হয়েছে