সর্বশেষ

খেলা

নাটকীয় ম্যাচ, সুপার ফোরে বাংলাদেশ! আফগানিস্তানের বিদায় 

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার জয় যেমন তাদেরকে গ্রুপ চ্যাম্পিয়ন বানিয়েছে, তেমনি সেই জয়ের সুবাদেই সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

আবুধাবির ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করে শ্রীলঙ্কা, আর সেইসঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে আফগানিস্তান।

এই ম্যাচে শ্রীলঙ্কাকে ১০২ রান করলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যেত রানরেটের হিসাবে। ফলে ম্যাচের ফলাফলের পাশাপাশি বাংলাদেশ ও আফগানিস্তানের ভাগ্য নির্ভর করছিল জয়-পরাজয়ের ওপর। আফগানরা জিতলে তারা যেত পরের রাউন্ডে, কিন্তু শ্রীলঙ্কার জয় মানেই বাংলাদেশের টিকিট নিশ্চিত।

আফগানিস্তানের ব্যাটিং: নবি ঝড়ে চ্যালেঞ্জিং স্কোর
টস জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান। শুরুটা ছিল আক্রমণাত্মক, দুই ওভারেই আসে ২৬ রান। তবে তৃতীয় ওভারে নুয়ান তুষারার দুর্দান্ত স্পেলে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। গুরবাজ (১৪), করিম জানাত (১), এবং সেদিকুল্লাহ অতল (১৮)-কে ফিরিয়ে আফগান শিবিরে ধাক্কা দেন তুষারা।

ইব্রাহিম জাদরান ও দারউইশ রসুলি মিলে ইনিংস গুছানোর চেষ্টা করলেও রান তোলার গতি ছিল ধীর। রসুলি ১৬ বলে ৯ রান করে কুশল পেরেরার দুর্দান্ত ক্যাচে বিদায় নেন। এরপর জাদরান (২৪) ও রশিদ খান (২৪) ফিরলে ৭৯ রানে ৬ উইকেট হারায় আফগানিস্তান।

শেষ দিকে অভিজ্ঞ মোহাম্মদ নবি রীতিমতো ঝড় তোলেন। ১৯তম ওভারে তিনটি চার মারার পর শেষ ওভারে দুনিথ ওয়াল্লালাগেকে প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে আফগানদের স্কোর নিয়ে যান ১৬৯-এ। ২২ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংসে ৩টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি।

শ্রীলঙ্কার জবাব: কুশল মেন্ডিসের ধীরস্থির ফিফটি
১৬৯ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করে শ্রীলঙ্কা। দুই ওভারেই স্কোরবোর্ডে জমা পড়ে ২২ রান। যদিও তৃতীয় ওভারে উইকেট হারিয়ে বসে তারা—নিশাঙ্কা (৬) ও কামিল মিশরা (৪) দ্রুত ফিরে যান।

তবে এরপর কুশল পেরেরা (২৮) ও কুশল মেন্ডিস গড়েন ৪৫ রানের জুটি। পেরেরা ফিরে গেলেও মেন্ডিস হাল ধরেন এবং ৫২ বলে ১০টি চারে করেন ৭৪ রানের অপরাজিত ইনিংস।

লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা ১২ বলে ১৭ রান করে আউট হলেও ম্যাচ শেষ করেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। কামিন্দু করেন ২৬ রান। ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের স্বস্তি, আফগানিস্তানের বিদায়
এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের সমর্থকেরা ম্যাচজুড়ে লঙ্কানদের জয় কামনা করছিলেন—যা অবশেষে পূর্ণতা পেয়েছে। ফলে রানরেটের হিসাবের ভিত্তিতে সুপার ফোরে জায়গা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানকে ফিরতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৬৯/৮ (২০ ওভারে) – মোহাম্মদ নবি ৬০ (২২), রশিদ খান ২৪, তুষারা ৪/১৮
শ্রীলঙ্কা: ১৭০/৪ (১৮.৪ ওভারে) – কুশল মেন্ডিস ৭৪*, কামিন্দু মেন্ডিস ২৬*, মুজিব ১/২৪


হাইলাইটস:
ম্যাচ জয়ের পরেই শ্রীলঙ্কার পাশাপাশি সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ
মোহাম্মদ নবি মাত্র ২২ বলে করেন ৬০ রান
নুয়ান তুষারা নেন ৪ উইকেট মাত্র ১৮ রানে
কুশল মেন্ডিসের ব্যাটে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন লঙ্কানরা।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন