‘সোহরাব রুস্তম’ সিনেমার নায়িকা বনশ্রী মৃত্যুবরণ করেছেন

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা বনশ্রী আজ সকালে মারা গেছেন। মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
একজন হিট নায়িকা হওয়ার পরেও বস্তিতে থেকে জীবনযাপন করতে হয়েছে তাকে। অবশেষে দীর্ঘ সংগ্রামের পর তাঁর জীবনচক্র শেষ হলো।
শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বনশ্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং আজ তিনি মৃত্যুবরণ করেছেন। আজ বাদ আসর শিবচর পৌরসভা গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
সনি রহমান বলেন, “বনশ্রী আপার ভাইয়ের মাধ্যমে জানা গেছে, তিনি প্রায় পাঁচ দিন হাসপাতালে ছিলেন। হৃদরোগ, কিডনি সমস্যা এবং অন্যান্য অসুখে ভুগছিলেন। শেষ সময়গুলো খুবই কষ্টের ছিল। তিনি এক সন্তান রেখে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি।”
বনশ্রী শিবচরের মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনার তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন বড় মেয়ে। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকায় আসেন।
১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ সিনেমা দিয়ে তিনি রুপালি পর্দায় অভিষেক ঘটে। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করে ছবিটি ব্যবসায়িক সফলতা পায় এবং বনশ্রী পরিচিতি লাভ করেন। এরপর তিনি আরও প্রায় দশটি ছবিতে অভিনয় করেন।
নায়ক মান্না, আমিন খান ও রুবেলের সঙ্গে কাজ করেছেন বনশ্রী। রুপালি পর্দার মতোই তাঁর জীবনও প্রথমে উজ্জ্বল ছিল। কিন্তু ভাগ্যবশত দীর্ঘদিন সিনেমায় থাকতে পারেননি তিনি। পরে দিন কাটে পথে পথে, এমনকি বস্তিতে থেকেও জীবনযাপন করেছেন।
বনশ্রী দুই সন্তানের জননী ছিলেন। তার মেয়ে ছিনতাই হয়ে গেছে এবং তিনি এক পুত্র সন্তানকে রেখে গেছেন।
১০৩ বার পড়া হয়েছে