পাবনায় সীমানা পুনর্বহালের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে পাবনার বেড়া উপজেলায় সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে ১২ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে।
সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতালের কারণে বেড়া পৌর এলাকায় দোকানপাট, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল ধরনের যানবাহন চলাচলও। তবে বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এই হরতালের ডাক দেওয়া হয় শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বেড়ার সর্বদলীয় সংগ্রাম কমিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সংগ্রাম কমিটির নেতা আলহাজ ফজলুর রহমান ফকির।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ৪ আগস্ট প্রকাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ প্রজ্ঞাপনে পাবনা-১ আসনের গঠনে বড় ধরনের পরিবর্তন আনা হয়। নতুন সীমানা অনুযায়ী, সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ গঠিত হয়েছে, আর বেড়া উপজেলা পুরোপুরি সংযুক্ত করা হয়েছে পাবনা-২ আসনের সঙ্গে। যেখানে আগে পাবনা-২-তে কেবল সুজানগরই অন্তর্ভুক্ত ছিল।
এ সিদ্ধান্তের বিরোধিতা করে বেড়াবাসী একাধিকবার প্রতিবাদে অংশ নেয়। এর আগে ৭ সেপ্টেম্বর তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, “আমরা গত ৫০ বছর ধরে সাঁথিয়ার সঙ্গে পাবনা-১-এর অন্তর্ভুক্ত ছিলাম। অথচ হঠাৎ করেই বেড়াকে পাবনা-২-এ সংযুক্ত করা হয়েছে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বেড়ার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ সুজানগরের চেয়ে সাঁথিয়ার সঙ্গেই বেশি।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি, যেমন—সড়ক ও নৌপথ অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে।
১১৯ বার পড়া হয়েছে