নওয়াজের ঘূর্ণিতে বিধ্বস্ত আফগানিস্তান, ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারজাহর মরুভূমিতে রোববার রাতে দেখা গেল মোহাম্মদ নওয়াজের জাদুকরী স্পিনের প্রদর্শনী। পাঁচ উইকেটের দুর্দান্ত স্পেলে আফগানিস্তানকে মাত্র ৬৬ রানে অলআউট করে দিয়েছে পাকিস্তান, জিতেছে ৭৫ রানের বিশাল ব্যবধানে।
এর মাধ্যমেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা নিজেদের করে নিয়েছে সালমান আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রানের লড়াকু সংগ্রহ গড়ে পাকিস্তান। দলের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন মোহাম্মদ নওয়াজ (২৫ রান ও ৫ উইকেট)। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অধিনায়ক সালমান আলি আঘাও (২৪)। শুরুতেই ওপেনার সাহিবজাদা ফারহান শূন্য রানে বিদায় নিলে চাপে পড়ে যায় পাকিস্তান। তবে সাইম আইয়ুব (১৭) ও ফখর জামান (২৭) কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন।
পরে রশিদ খান (৪ ওভারে ৩৮ রানে ৩ উইকেট) ও নূর আহমেদের (২ উইকেট) স্পিন ঘূর্ণিতে আবারও চাপের মুখে পড়ে পাকিস্তান। তবে নওয়াজ ও আঘার দৃঢ়তায় দল পৌঁছায় সম্মানজনক স্কোরে।
১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তানের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম ওভারেই রহমানুল্লাহ গুরবাজ (৫) শাহীন শাহ আফ্রিদির শিকার হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান।
তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোহাম্মদ নওয়াজ। সপ্তম ওভারে হ্যাটট্রিকসহ একাই চারটি উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার। রাসুলি, ওমরজাই, জাদরান ও করিম জানাত—সবার বিদায় ঘটে তার ঘূর্ণিতে। এরপর রশিদ খানকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন নওয়াজ। ৪ ওভারে মাত্র ১৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফরম্যান্স গড়েন তিনি।
সাথে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম নেন ২টি করে উইকেট, একটি উইকেট যায় শাহীন আফ্রিদির ঝুলিতে।
শেষ পর্যন্ত মাত্র ১২.৪ ওভারে ৬৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। পাকিস্তান নিশ্চিত করে দাপুটে জয় ও ত্রিদেশীয় শিরোপা।
১১৭ বার পড়া হয়েছে