সর্বশেষ

জাতীয়

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়নের বর্ণাঢ্য গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে একটি ঐতিহাসিক ও বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান শ্রমিকদের ন্যায্য দাবির বাস্তবায়ন এবং তাদের শ্রমিক মর্যাদা পুনরুদ্ধারের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। অনুষ্ঠানটি ১ সেপ্টেম্বর স্টাফ ক্যাফেটোরিয়া শাপলাতে অনুষ্ঠিত হয়। যেখানে শ্রমিক-কর্মচারীরা একত্রিত হয়ে নিজেদের সম্মান ও স্বীকৃতির জন্য আনন্দের সঙ্গে একত্রিত হন।

দেশের অন্যতম বিলাসবহুল পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের শ্রমিকরা চার দশকেরও বেশি সময় ধরে নানা ধরনের বঞ্চনার শিকার ছিলেন। মূলত, তাদের জন্য ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম বেতন ও সুবিধা। তবে, বর্তমান কমিটি ও সাতবারের নির্বাচিত শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল চন্দ্র মজুমদার তার দৃঢ়প্রতিজ্ঞ ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে এই দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়িত হয়েছে।

এর মধ্যে অন্যতম ছিল, সর্বনিম্ন ৪ হাজার টাকা বেতনের গ্রেড থেকে উন্নীত করে ৯ হাজার ৯শো টাকা বেতনের গ্রেডে উন্নীত করা, যা শ্রমিকদের জন্য এক বড় সাফল্য ও বিজয়।

সংবর্ধনা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল চন্দ্র মজুমদার। তিনি এই সফলতার জন্য শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের ঐক্য ও পরিশ্রমের ফলেই আজ এই অর্জন সম্ভব হয়েছে। আমি ভবিষ্যতেও শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাব।

তিনি বলেন, শ্রমিকদের জন্য আরও অন্যান্য দাবির বিষয়ে তিনি আশাবাদী এবং তাঁদের স্বার্থে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান কমিটি শ্রমিক বান্ধব এবং শ্রমিকদের জন্য একটি সুন্দর ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়নের অন্যান্য সদস্যরা, যার মধ্যে রয়েছেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালিম জাহাঙ্গীর, ভাইস প্রেসিডেন্ট জুলিয়েস ডি সিলভা, মোঃ আখতার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, কোহিনূর বেগম, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকী, সহকারী সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিকী, অর্থসম্পাদক মোঃ ময়েনুদ্দিন মইন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কার্যালয় সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ শাদেকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়া, নারী সম্পাদক এলরা আঞ্জুম ম্রং, আইন বিষয়ক সম্পাদক খাইরুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আলম এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে শ্রমিকরা দুলাল চন্দ্র মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কমিটির অন্যান্য সদস্যদের স্বাগত জানান। এই অনুষ্ঠান শ্রমিকদের একতা, স্বীকৃতি এবং পরিশ্রমের স্বীকৃতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি, ভবিষ্যতে আরও বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য শ্রমিক-কর্মচারীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন