দৌলতপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস পালন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মথুরাপুর বড়বাজার এলাকায় উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, "তারেক রহমান বর্তমানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রধান প্রতীক। তার নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম সফল হবে।" তারা আরও বলেন, "বিএনপি সবসময় জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও আন্দোলনের শীর্ষে থাকবে।"
আলোচনা সভা শেষে মথুরাপুর বড়বাজার সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা এলাকায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী, উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব।
বক্তব্যে তিনি বলেন, "বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার লড়াইয়ে এগিয়ে যাবো।"
১৬০ বার পড়া হয়েছে