সারাদেশ
ঝিনাইদহের মহেশপুরে ডোবার পানিতে পড়ে গিয়ে সীমান্ত দাস (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঝিনাইদহে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

এইচ এম ইমরান, ঝিনাইদহ
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের মহেশপুরে ডোবার পানিতে পড়ে গিয়ে সীমান্ত দাস (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের মধু দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত বাড়ির পাশে খেলছিল এবং বল নিয়ে ডোবার কাছে চলে যায়। খেলতে খেলতে বলটি ডোবায় পড়ে গেলে সে তা তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৫১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর