সর্বশেষ

জাতীয়

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৯:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন।

সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তিনি।

সাক্ষাৎকালে সেনাপ্রধান সম্প্রতি চীন সফরের বিভিন্ন দিক তুলে ধরেন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়—বিশেষ করে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সেনাপ্রধান বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন যে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনী প্রয়োজনীয় দায়িত্ব পালন করে যাচ্ছে।

উল্লেখ্য, চীনের আমন্ত্রণে গত ২১ আগস্ট সরকারি সফরে বেইজিং যান জেনারেল ওয়াকার-উজ-জামান। ২৭ আগস্ট তিনি দেশে ফিরে আসেন। সফরকালে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ এবং চীনের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চীন সফরের সময় রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু, সামরিক শিল্প উন্নয়ন, কৌশলগত সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি—এই বিষয়গুলোতে আলোচনা হয়।

চীনের পিএলএ সদর দপ্তরে পৌঁছালে সেনাপ্রধানকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে তিনি নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পিএলএর একাডেমি অব আর্মার্ড ফোর্সের বেইজিং ক্যাম্পাস, সামরিক সরঞ্জাম উৎপাদন কেন্দ্র ও গবেষণাগার পরিদর্শন করেন।

চীন সফর প্রসঙ্গে সেনাপ্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে জানান, বাংলাদেশের সামরিক সক্ষমতা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও আধুনিকীকরণে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন