সর্বশেষ

সারাদেশ

লোহাগড়ায় শিশু অপহরণ চেষ্টায় নারীসহ চারজন আটক

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামে আট বছর বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণের দাবির ঘটনায় একজন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

একই সঙ্গে অপহৃত শিশু আব্দুল্লাহ মেজবাহকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে লোহাগড়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

তিনি জানান, সৌদি প্রবাসী সালাউদ্দিন মৃধার ছেলে আব্দুল্লাহ মেজবাহ (৮) গত ৩০ আগস্ট রাতে বাড়ির পাশের স্থানীয় একটি দোকানে গেলে অপহরণের শিকার হয়। দোকানদার উজ্জ্বল শেখ কৌশলে শিশুটিকে দুটি ঘুমের ওষুধ (হিস্টাসিন) খাওয়ান এবং অচেতন অবস্থায় তাকে তুলে নিয়ে যান।

পরিকল্পনা অনুযায়ী, অপহরণকারীরা ওই রাতেই শিশুটিকে শহরের রামপুর এলাকার ‘নিরিবিলি পিকনিক স্পট’-এর একটি কক্ষে লুকিয়ে রাখে। এদিকে, উজ্জ্বল শেখ নিজেই অপহরণের নাটক সাজিয়ে শিশুর পরিবারের সদস্যদের থানায় অভিযোগ করতে বলেন। কিন্তু তার কথাবার্তায় অসংগতি থাকায় পুলিশের সন্দেহ হয় এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জড়িত থাকার কথা স্বীকার করেন।

এরপর রোববার ভোরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ‘নিরিবিলি পিকনিক স্পট’ থেকে শিশুটিকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে।

আটককৃতরা হলেন:

দোকানদার উজ্জ্বল শেখ (৩৬),
রোজিনা বেগম (৩৫) – বাবুল লস্করের স্ত্রী,
তার ছেলে সাকিব লস্কর (১৭),
জান্নাতুল (১৮) – যোগিয়া গ্রামের হানিফ শেখের ছেলে ও পেশায় ভ্যানচালক।
ওসি শরিফুল ইসলাম আরও জানান, এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন