ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৪:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী।
টেলিগ্রামে দেওয়া বার্তায় ইসরায়েলি বাহিনী জানায়, “কিছুক্ষণ আগে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। বিমান বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।”
তবে তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। যদিও পূর্বের ঘটনার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার পেছনে থাকতে পারে।
ইসরায়েলি বাহিনীর দাবি, গাজায় চলমান সামরিক অভিযানের জবাবে হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। কিছুদিনের যুদ্ধবিরতির সময় এই ধরনের হামলা বন্ধ থাকলেও, ইসরায়েল নতুন করে বড় পরিসরে অভিযান শুরু করার পর আবারও হামলা বাড়িয়েছে হুথিরা।
জবাবে ইসরায়েলও হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে। ইসরায়েলি বাহিনী জানায়, হুথিদের সাম্প্রতিক হামলার জবাবে তারা সানার প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি একটি সামরিক ঘাঁটি, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি ডিপোতে বিমান হামলা চালিয়েছে।
হুথি-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা জানায়, গত রোববার সানায় ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছে।
এছাড়া, হুথি-অনুমোদিত আল-মাসিরাহ টিভির খবরে বলা হয়, ওই দিন সানার একটি তেল স্থাপনা ও একটি বিদ্যুৎকেন্দ্র ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল।
গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে, যার প্রতিক্রিয়ায় ইসরায়েল ও হুথি বিদ্রোহীদের মধ্যে সামরিক পাল্টাপাল্টি তীব্র আকার নিচ্ছে।
১২৮ বার পড়া হয়েছে